অঘোর শক্তি ও শিবপূজার নেপথ্যে

" শৈলপুত্রী মহামায়ে সর্বসৌভাগ্যদায়িনী। " " সর্বক্লেশ হরে দেবী সর্ববিঘ্নবিনাশিনী।। " " নমস্তে বরদে শুভে সর্বঐশ্বর্য্যমন্ডিতা। " " প্রণমামি জগন্মাতঃ সর্বাভরণভূষিতা। "

1/1/20181 min read

অঘোর সাধনার মূল লক্ষ্য হল সমস্তঘোর বা মায়ার অন্ধকার ভেদ করে সত্যের আলো খুঁজে বের করা। মহাকাল ও মহাকালী এই দুই পুরুষ ও স্ত্রী শক্তি মায়ার অন্ধকারে বিশ্বভুবন ঢেকে রেখেছেন। তাই অঘোর সাধনার আরাধ্য দেবদেবী হলেন মহাকাল ও মহাকালী। অঘোর সাধকদের বিশ্বাস যে এই দুই আদিশক্তিকে সন্তুষ্ট করতে পারলেই অদৃশ্য ভবিষ্যৎ দৃশ্যমান হয়।

যদি কোনোস্থানে অচলাবস্থা সৃষ্টিহয় এবং কিছুতেই সেই অচলাবস্থা কাটতে চায়না তখনই সেই বিশেষ স্থানটিতে অঘোরশক্তির পূজা ও আরাধনার বিধান দেওয়া হয়। মহাকালের ভৈরবের সাথে এখানে স্ত্রীশক্তির বিশেষ প্রকাশ মা শৈলপুত্রীর পূজা ও হবন করা হয়ে থাকে। একইসঙ্গে নবগ্রহ শান্তিসস্ত্বয়ন করাও বিধেয়। একইসঙ্গে এই বিশাল মহাযজ্ঞ পূজা, হবন ও পাঠ সহকারে চলতে থাকে। তাই অঘোর সাধকের নেতৃত্বে ৭ থেকে ৯ জন তান্ত্রিক একযোগে এই তন্ত্রক্রিয়ায় অংশগ্রহন করেন। কথিত আছে এই মহাযজ্ঞ কে চাক্ষুষ করতে পারলেই কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রার সমান ফললাভ হয়।

এই মহাযজ্ঞের ফলে মামলা-মোকদ্দমা, গুপ্তশত্রু, অশান্তি, অপঘাত, দখলদার, হানাদার ইত্যাদি আপদের হাতথেকে যজ্ঞকর্তার নিস্তার মেলে এবং অচলাবস্থা কেটে গিয়ে পুনরায় সবকিছু গতিলাভ করে!

The Background of Aghor Shakti and Shiva Sadhana

Aghor Sadhana aims at finding out light thru darkness i.e. to discover truth behind illusions of all kinds. Mahakal and Mahakali these two male and female origins of power have shrouded the universe with darkness of illusion. Hence Aghor Sadhak worships these two origins of power with utmost dedication. He believes - if these two origins of power are pleased the invisible future gets visible very easily.

If there is any deadlock anywhere and it continues to worsen day by day it is imperative to worship Aghor Shakti at that particular premise. Together with Mahakal Bhairab Maa Shoiloputri who is another expression of the female origin of power is worshiped there with Tantrik haban. Simultaneously Nabagraha peace- haban is also advised. The entire exercise is done in perfect synchronization of puja, path and haban attended by 7- 9 tantriks under the leadership of the Aghor Sadhak. It is said that whomsoever witnesses this maha puja and haban shall attain religious rewards equal to the piety of Kailash- Manas-Sorovar pilgrimage.

The direct rewards of this grand haban includes freedom from litigation, secret enmity, unpeace, accident, infiltration and offensive as everything is back on track at the end of deadlock.